Nabadhara
ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চৌগাছার সাবেক মেয়র মামুন হিমেল এক বছরের কারাদণ্ডে দণ্ডিত

যশোর প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

চেক ডিজঅনারের মামলায় যশোরের একটি আদালত চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নুর উদ্দীন আল মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে চেকের সমপরিমাণ অর্থ পরিশোধের নির্দেশও দিয়েছেন আদালত। মামলাটি দায়ের করেছিল ন্যাশনাল ব্যাংক (পিএলসি) চৌগাছা শাখা। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট বি. এম জাফর আলতাফ।

অ্যাডভোকেট বি. এম জাফর আলতাফ জানান, মোঃ নুর উদ্দীন আল মামুন ব্রিকস ব্যবসার জন্য ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখা থেকে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এর মধ্যে কিছু টাকা পরিশোধ করলেও বাকি ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা পরিশোধ না করায়, বারবার নোটিশ দেওয়া হয়। পরে তিনি একটি চেক প্রদান করেন, কিন্তু সেই চেকটি অনাদায়ী হয়ে ফেরত আসে (ডিজঅনার হয়)।

চেক ডিজঅনার হওয়ার পর, ঋণের টাকা আদায়ের লক্ষ্যে ২০২০ সালে যশোর জজ কোর্টে মামলাটি দায়ের করে ন্যাশনাল ব্যাংক। মামলাটির রায় হয় ২০২৫ সালের ২৫ জুন। রায়ে মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড এবং চেকের পরিমাণ অনুযায়ী অর্থ পরিশোধের আদেশ দেন আদালত।

ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোস্তফা রহমান জানান, মামুন হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা দায়ের করা হয়েছিল এবং সম্প্রতি মামলার রায় ঘোষিত হয়েছে। রায় অনুযায়ী তাকে কারাদণ্ড এবং চেকের টাকা ফেরত দিতে বলা হয়েছে।

তবে রায় ঘোষণার আগে, মামুন হিমেলের পক্ষ থেকে অক্টোবর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করা হলেও, ব্যাংকের পক্ষ থেকে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।