যশোর প্রতিনিধি
চেক ডিজঅনারের মামলায় যশোরের একটি আদালত চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নুর উদ্দীন আল মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে চেকের সমপরিমাণ অর্থ পরিশোধের নির্দেশও দিয়েছেন আদালত। মামলাটি দায়ের করেছিল ন্যাশনাল ব্যাংক (পিএলসি) চৌগাছা শাখা। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট বি. এম জাফর আলতাফ।
অ্যাডভোকেট বি. এম জাফর আলতাফ জানান, মোঃ নুর উদ্দীন আল মামুন ব্রিকস ব্যবসার জন্য ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখা থেকে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এর মধ্যে কিছু টাকা পরিশোধ করলেও বাকি ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা পরিশোধ না করায়, বারবার নোটিশ দেওয়া হয়। পরে তিনি একটি চেক প্রদান করেন, কিন্তু সেই চেকটি অনাদায়ী হয়ে ফেরত আসে (ডিজঅনার হয়)।
চেক ডিজঅনার হওয়ার পর, ঋণের টাকা আদায়ের লক্ষ্যে ২০২০ সালে যশোর জজ কোর্টে মামলাটি দায়ের করে ন্যাশনাল ব্যাংক। মামলাটির রায় হয় ২০২৫ সালের ২৫ জুন। রায়ে মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড এবং চেকের পরিমাণ অনুযায়ী অর্থ পরিশোধের আদেশ দেন আদালত।
ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোস্তফা রহমান জানান, মামুন হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা দায়ের করা হয়েছিল এবং সম্প্রতি মামলার রায় ঘোষিত হয়েছে। রায় অনুযায়ী তাকে কারাদণ্ড এবং চেকের টাকা ফেরত দিতে বলা হয়েছে।
তবে রায় ঘোষণার আগে, মামুন হিমেলের পক্ষ থেকে অক্টোবর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করা হলেও, ব্যাংকের পক্ষ থেকে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.