শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান এবং সুন্দর শিক্ষার পরিবেশ গড়ার লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক বুলবুল খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী টিপু সুলতান, ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক আজগর আলী, অভিভাবক মাহফুজা প্রমুখ।
প্রধান শিক্ষক কাজী টিপু সুলতান বলেন, “প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের প্রতি সচেতন হন, তবে ওই সন্তানের অবশ্যই ভালো ফলাফল হবে। এছাড়া মাঝেমধ্যে বিদ্যালয়ে এসে সন্তানের পড়ালেখার খোঁজখবর নিলে তারা পড়াশোনায় গাফিলতি করার সুযোগ পাবে না।”
সমাবেশে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.