যশোর প্রতিনিধি
দীর্ঘ ১৪ বছর পর প্রকাশ্যে নবীন বরণ অনুষ্ঠান করেছে যশোর সরকারি এমএম কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের প্রায় ৮০০ নবীন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ ও বিশেষ উপহার দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন এমএম কলেজ শাখা শিবিরের সভাপতি রাসেল ফারহান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসলেহউদ্দিন ফরিদ, ফকরুল ইসলাম ও কেএম আশরাফুল ইসলাম।
বক্তারা নবীন শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের হাতে কলম তুলে দেয়, অস্ত্র বা মাদক নয়। সংগঠনটি মেধাবী ও সৎ নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.