সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে শরিফ ও রবিউল বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সোমবার (১১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মতলেব গাজীর ছেলে ও বড়দল ইউনিয়নের যুবদল নেতা মো. নুরুল গাজী।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বামনডাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম, আব্দুল মজিদ গাজী ও নূর ইসলামসহ একাধিক ভুক্তভোগী। তারা অভিযোগ করেন, শরিফ, রবিউল ও গফুরের নেতৃত্বাধীন একটি বাহিনী দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি দখল, অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শন করছে।
অভিযোগে বলা হয়, কয়েকজনের কৃষিজমি ও মৎস্যঘের দখল, ফসল লুটপাট এবং অর্থ আদায়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
ভুক্তভোগীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছেও দলীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.