Nabadhara
ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে পনেরো কেজি গাঁ/জা ও তিনশো ষাট পিস ই/য়াবাসহ আটক ১

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ডিএমসি পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে দিনাজপুর শহরের পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পূর্ব দপ্তরীপাড়ায় অভিযান চালানো হয়।

অভিযানে মৃত আব্দুস সালাম মুন্সীর পুত্র মোঃ রানা (৩৬)-এর বাড়ির সামনে তার বড় ভাই মোঃ আমিনুল ইসলাম (৪০)-কে তল্লাশি করে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তায় ১৫ কেজি গাঁজা (আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা) ও ৩৬০ পিস ইয়াবা (আনুমানিক মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা) উদ্ধার করা হয়।

এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় ২০০৮ সালের ৩৬ (১) সরণির ১৯ (খ), ১০ (ক), ৪১ ধারায় মোঃ রানাকে পলাতক এবং মোঃ আমিনুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান। তিনি এক সাক্ষাৎকারে বলেন, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিষয়ে কোনো ছাড় নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।