উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ডিএমসি পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে দিনাজপুর শহরের পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পূর্ব দপ্তরীপাড়ায় অভিযান চালানো হয়।
অভিযানে মৃত আব্দুস সালাম মুন্সীর পুত্র মোঃ রানা (৩৬)-এর বাড়ির সামনে তার বড় ভাই মোঃ আমিনুল ইসলাম (৪০)-কে তল্লাশি করে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তায় ১৫ কেজি গাঁজা (আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা) ও ৩৬০ পিস ইয়াবা (আনুমানিক মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা) উদ্ধার করা হয়।
এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় ২০০৮ সালের ৩৬ (১) সরণির ১৯ (খ), ১০ (ক), ৪১ ধারায় মোঃ রানাকে পলাতক এবং মোঃ আমিনুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান। তিনি এক সাক্ষাৎকারে বলেন, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিষয়ে কোনো ছাড় নেই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.