অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বানভাসি মানুষরা। কলাগাছের ভেলায় ভেসে তারা সংবাদ সম্মেলন করেছেন।
রোববার বেলা ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী তীরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ভুক্তভোগী গ্রামবাসী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় বাসিন্দা হালিমা আয়শা। তিনি জানান, প্রায় ৪০ বছর ধরে ২৫০টি পরিবার নদীতীর সংলগ্ন এলাকায় বসবাস করছে। কিন্তু বেড়িবাঁধ না থাকায় প্রতিদিন জোয়ারের পানিতে গ্রাম প্লাবিত হয়, তলিয়ে যায় ২০০ একর কৃষি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতভিটা। বর্ষায় অনেকের চুলায় জ্বলে না উনুন, নষ্ট হয়ে যায় ফসল, আর চলাচলের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় ভেলা কিংবা নৌকা।
তিনি আরও বলেন, অন্তত ৩ কিলোমিটার এলাকায় টেকসই রিং বেড়িবাঁধ নির্মাণ করা হলে এ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে গ্রামবাসী।
এ বিষয়ে এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদিক জানান, ভুক্তভোগীরা আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.