মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে গরু চুরি করে পালানোর সময় পুলিশের বাধা পেয়ে চোরচক্র হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করেছে। সোমবার (১১ আগস্ট) ভোরে খেদাপাড়া পুলিশ ফাঁড়ির অদূরে মনিরামপুর-খেদাপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) রইচউদ্দিন ও কনস্টেবল নাছির উদ্দিন। ঘটনাস্থলেই তারা আহত হন এবং পরে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। কনস্টেবল নাছির উদ্দিনের ঠোঁটের ভেতরে ৫-৬টি সেলাই দেওয়া হয়েছে।
এএসআই রইচউদ্দিন জানান, রাতের টহল ডিউটির সময় ভোর চারটার দিকে খেদাপাড়া কলেজের কাছে একটি পিকআপ দেখতে পান। গাড়ির পেছনে খালি মাছ বহনকারী ড্রাম থাকায় সন্দেহ হলে চালককে থামতে সংকেত দেন। তখন গাড়িতে থাকা চারজন লোহার রড দিয়ে পুলিশকে আঘাত করে এবং পিকআপ নিয়ে পালিয়ে যায়।
পরে মনিরামপুর থানা পুলিশের অভিযানে ভোর ছয়টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুর এলাকা থেকে চুরির কাজে ব্যবহৃত পিকআপ ও একটি চোরাই গরু উদ্ধার করা হয়। তবে চোরচক্র পিকআপ ও গরু ফেলে পালিয়ে যায়।
স্থানীয় কৃষক আজগার আলী জানান, তার গোয়াল থেকে দুটি গরু চুরি হয়। পরে একটি গরু রাস্তার পাশে পাওয়া গেলেও অন্যটি চোরেরা নিয়ে যায়।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.