যশোর প্রতিনিধি
দুদকের মামলা চলাকালীন যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তার (৬৮) শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১১ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে যশোর সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান ও কারা হাসপাতালের চিকিৎসক উপস্থিত ছিলেন।
সকাল ১১টা ২ মিনিটে জরুরি বিভাগে চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম তাকে ‘সি ভি ডি’ রোগী হিসেবে ভর্তি করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগ বা স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। তার সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষা চলছে।
উল্লেখ্য, অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে অবৈধ নিয়োগ ও ৬১ লাখ ৩১ হাজার ৭৩২ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ২১ আগস্ট দুদক যশোর কার্যালয় মামলাটি দায়ের করে। মামলায় তিনি ও কয়েকজনের বিরুদ্ধে বিচার চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.