মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় জেলার বোদা উপজেলার খানপাড়া গ্রামে কৃষি উদ্যোক্তা মোঃ সুলতান আহমেদের স্বপ্নের বাগান রাতের আঁধারে দুর্বৃত্তদের হাতে নষ্ট হয়ে গেছে। সোমবার (১১ আগস্ট) ভোরে তার বাড়ির পাশে লাগানো শতাধিক সুপারি, লটকন ও মেহগনি গাছ পরিকল্পিতভাবে কেটে ফেলা হয়।
স্থানীয়রা জানান, সুলতান আহমেদ কয়েক বছর ধরে নিজের বাড়ির চারপাশে নানা প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করে আসছেন। প্রায় দুই বছর আগে শতাধিক সুপারি, লটকন ও মেহগনি গাছ লাগিয়েছিলেন। কিন্তু গত রাতের আঁধারে কে বা কারা এই গাছগুলো কেটে ফেলে।
ক্ষতিগ্রস্ত সুলতান আহমেদ বলেন, “সম্ভবত পূর্ব শত্রুতার কারণে কেউ আমার বাগানের গাছগুলো কেটে দিয়েছে। সন্তানের মতো যত্ন করে গড়ে তোলা গাছগুলো নষ্ট হয়ে গেছে, যা আমার লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। মানসিকভাবেও আমি ভীষণ কষ্ট পেয়েছি। এভাবে চলতে থাকলে আমি সর্বশান্ত হয়ে যাবো। নিজের পৈত্রিক জমিতে গাছ লাগিয়েও আজ শঙ্কায় আছি—আজ গাছ কেটে দিয়েছে, কাল হয়তো আরও বড় ক্ষতি হতে পারে।”
এ বিষয়ে ব্যাংহারি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। সুলতান আহমেদ কয়েক বছর আগে আম, লিচু, পেয়ারা, জাম্বুরা, কাঁঠাল, তেজপাতাসহ নানা প্রজাতির গাছ লাগিয়েছিলেন। সম্প্রতি নতুন করে চারা লাগালেও দুর্বৃত্তরা রাতের আঁধারে গাছগুলো কেটে দিয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তি দিতে হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.