আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, জেলায় কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, চোরাচালানকারী বা ভূমিদস্যু থাকতে পারবে না। এসব অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি বলেন, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়—এ জন্যই সবার দায়িত্ব দেশকে সুন্দর স্থানে পৌঁছে দেওয়া। দেবহাটার খলিসাখালীতে যারা জমি দখলসহ বিশৃঙ্খলা করছে, তাদের প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। ওই এলাকায় শিগগিরই একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে বলেও জানান তিনি।
সোমবার ১১ আগস্ট বিকেল সাড়ে ৪টায় দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদের সামনে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, শিক্ষানবিশ এএসপি আনারুল কবির, শফিকুল ইসলাম, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমানসহ অনেকে।
এএসআই রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশনের মাদক সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার প্রমুখ।
বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চোরাচালান ও ভূমিদস্যুতার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। অপরাধীদের সামাজিকভাবে বয়কট করে আইনের আওতায় আনার দাবি তোলা হয়।
সমাবেশে জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় জনগণ ও খলিসাখালীর ভূমিহীন এলাকার জমির মালিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.