এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
গাজীপুরের দৈনিক প্রতিদিন পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার তালায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় তালা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিমের সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এস. এম. লিয়াকত হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এম. এ. ফয়সাল, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম দাদুভাই, জামায়াত নেতা শাহ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা ইঞ্জিনিয়ার মামুন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক গাজী সুলতান আহমেদ, গাজী জাহিদুর রহমান, সেলিম হায়দার, সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, ক্রীড়া সম্পাদক এম. এম. রোকনুজ্জামান টিপু, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, জি. এম. খলিলুর রহমান লিথু, মো. ইমরান হোসেন, তরিকুল ইসলাম, মো. মোতাহিরুল হক শাহিন, কে. এম. শাহিনুর রহমান, সন্তোষ ঘোষ, শামীম হোসেন, সুমন রায় গণেশ, মেহেদী হাসান, আফজাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় জনগণের সত্য তুলে ধরার কাজ করেন, কিন্তু বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। তুহিন হত্যার দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। তারা আরও সতর্ক করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা কখনও সফল হবে না; বরং গণতন্ত্র ও সত্য প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.