শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে তানভীর রাসেল (২৭) নামের এক ওয়াইফাই ব্যবসায়ীকে ফোন করে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী তানভির উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালি গ্রামের শাহজাহানের ছেলে। হুমকির এ ঘটনার পর তানভীর ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে ৯ আগষ্ট শনিবার তিনি গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ৯ আগষ্ট রাত ৯ টার দিকে তিনি স্হানীয় কাটাখালির অম্বলপুর হ্যাচারিজ এলাকায় অবস্থানকালে +৮৮০৯৬৩ ৮৩৪২৮০১ নাম্বার হতে তার মোবাইল নাম্বারে ফোন করে অজ্ঞাত এক ব্যাক্তি তাকে এবং তার পরিবারকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করে এবং তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। হুমকি দাতা তাকে যেখানেই পাবে সেখানেই কুপিয়ে ও গুলি করে হত্যা করবে বলে হুমকিতে উল্লেখ করেছে।
সোমবার বিকেলে আলাপকালে ভুক্তভোগী ব্যবসায়ী তানভির জানান, আমার কারো সাথে কোন শত্রুতা নেই। তারপরও কে বা কারা কেন আমাকে মেরে ফেলতে চায় তা বুঝতে পারছি না। হুমকি পাওয়ার পর তিনি ওই রাতেই গোয়ালন্দ ঘাট থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন। হুমকির কারণে প্রাণভয়ে তিনি ঠিকমতো বাড়িতেও অবস্থান করতে সাহস পাচ্ছেন না বলে জানান।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ওয়াইফাই ব্যবসায়ী তানভির ইসলামকে যে নাম্বার হতে হুমকি দেয়া হচ্ছে সেটা পর্যালোচনা করে অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে আমরা কাজ শুরু করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.