চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে চাচা হাসান গাজীর ধারালো অস্ত্রের আঘাতে প্রবাস ফেরত ভাতিজা বাবু (২৪) নিহত হয়েছে। একই ঘটনায় বাবা রওশন গাজী ও ভাই এমরান হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার ১১ আগস্ট দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর ইউনিয়নের বড় গাঁও গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ঘটনার পর পরই হামলাকারী হাসান গাজীর দুই ছেলে শাকিল ও রাকিব এলাকা ছেড়ে পালিয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী খুনি হাসান গাজীর বাড়ি ঘর ভাঙচুর করে। ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। বিক্ষুব্ধ জনতা খুনি হাসান গাজীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা রওশান গাজী বলেন, প্রবাসে (ওমান) থাকা অবস্থায় ছেলে বাবুর কাছে কিছু টাকা পাবে বলে হাসানের সাথে বাকবিতন্ডা হয়। এ সময় হাসান ও তার দুই ছেলে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে বাবু মারা যায়। এদিকে গুরুতর আহত এমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো দুইজন পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।