মোঃ মিজানুর রহমান,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যাচেষ্টার প্রতিবাদে মাদারীপুরের ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়াপাড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে মাদারীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, "চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় 'দৈনিক প্রতিদিনের কাগজ'-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যা এবং 'দৈনিক বাংলাদেশের আলো'-এর গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে নৃশংসভাবে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনাগুলো বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারে সরাসরি আঘাত।"
তারা আরও বলেন, অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে একটি কার্যকর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—চ্যানেল ২৪ ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি সাগর তামিম, দৈনিক দিনকাল প্রতিনিধি গাউসুর রহমান, বাংলাভিশন ও দৈনিক সমকালের প্রতিনিধি মুপ্তি ফরিদ উদ্দিন, কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, চ্যানেল এস-এর ইব্রাহিম সবুজ, এশিয়ান টিভির শাহজালাল, দৈনিক কালবেলার প্রতিনিধি নৃপুন, বিজনেস বাংলাদেশের বি এম হানিফ, বাংলাদেশ সমাচার-এর মাসুদ হোসেন কাইউম, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোকাররম হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ আজিমদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেমায়েত হোসেন খান (এশিয়ান টিভি ও দৈনিক বাংলাদেশের আলো), সঞ্চালনায় ছিলেন এস এম আজাদ হোসেন মুরাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন—রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার আবুল খায়ের বাবু, ইসমাইল খান হৃদয়, গোলাম আলী আকন, তরিকুল ইসলাম রিপন, হিমেল মাহাদ, হামিদ খান রনি, আয়নাল হক খান, প্রতিদিনের ক্রাইম-এর ভারপ্রাপ্ত সম্পাদক চঞ্চল তালুকদার, কাজী মনির হোসেন, আশরাফুল ইসলাম, দৈনিক মুক্ত খবর-এর প্রতিনিধি শ্রাবন খান সজীবসহ শতাধিক সংবাদকর্মী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.