পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও পর্যটন সম্ভাবনাময় স্থাপনার উন্নয়নকাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাবেত আলী। সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ড্রেজার মেশিনে পাথর উত্তোলন বন্ধে কঠোর নির্দেশ দেন।
ডিসি সাবেত আলী বলেন, “যান্ত্রিক উপায়ে পাথর উত্তোলন করা যাবে না। সনাতন পদ্ধতিতে পাথর ও বালি উত্তোলনে বাধা নেই, তবে ড্রেজার মেশিন ব্যবহার করলে তা প্রতিহত করা হবে। কেউ ড্রেজারে পাথর তুলতে চাইলে প্রশাসনকে খবর দিতে হবে।”
এদিন তিনি বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ, শালবাহান কালী তোলা এলাকায় শ্রমিকদের সঙ্গে মতবিনিময়, পরিবেশ পদকপ্রাপ্ত মামুনের ‘আকাশতলার পাঠশালা’ ও ‘শিশুস্বর্গ বিদ্যানিকেতন’ পরিদর্শন করেন। এছাড়া পিকনিক কর্ণার, ডাকবাংলো, মহানন্দা পার্ক, তেঁতুলিয়া মডেল থানা, উপজেলা পরিষদ চত্বর ও ডাহুক নদীর পাথর মহালও ঘুরে দেখেন।
জেলা প্রশাসক জানান, মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতি মাসে উপজেলা পরিদর্শন করা হচ্ছে। তেঁতুলিয়ায় পর্যটন খাতের উন্নয়নে একটি সুইমিং পুল নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, উপজেলা ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.