পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মালাদাম বাজার থেকে নলেহাপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল দশায় ভোগান্তিতে পড়েছিলেন তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থীসহ দুই হাজারেরও বেশি মানুষ। বর্ষার বৃষ্টিতে সড়কজুড়ে কাদা ও খানাখন্দ তৈরি হওয়ায় যানবাহন কাদায় আটকে যাচ্ছিল এবং শিক্ষার্থীরা প্রায়ই কাদায় পড়ে আহত হচ্ছিলেন।
দীর্ঘদিনের এ দুর্ভোগ লাঘবে সোমবার দুপুরের বিরতিতে মালাদাম আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামতে নামেন। তারা সড়কের কাদা সরিয়ে যান চলাচলের উপযোগী করেন এবং খানাখন্দে বালি দিয়ে ভরাট করেন।
নবম শ্রেণির শিক্ষার্থী জুই আক্তার বলেন, “সড়কটি দিয়ে বিদ্যালয়ে যাওয়া খুব কষ্টকর। কাদা ও বড় বড় গর্তে বই-ড্রেস ভিজে যায়, কখনও আহতও হই।” দশম শ্রেণির শিক্ষার্থী জয়ন্ত চন্দ্র রায় বলেন, “আজকে সবাই মিলে সড়ক মেরামত করেছি, তবে স্থায়ী সমাধানের জন্য সড়কটি পাকা করা জরুরি।”
স্থানীয় বাসিন্দা প্রসন্ন চন্দ্র রায় জানান, সড়কটি দিয়ে অন্তত তিনটি ইউনিয়নের ২০ হাজারের বেশি মানুষ যাতায়াত করেন। বর্ষায় কৃষিপণ্য বাজারে নিতে দুর্ভোগ পোহাতে হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, “সড়কটি একাধিকবার সংস্কার করেও স্থায়ী সমাধান হয়নি। দ্রুত পাকা করার দাবি জানাচ্ছি।”
ধাক্কামারা ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম জানান, “প্রতি বছরই অন্তত তিনবার সংস্কার করা হয়, কিন্তু বর্ষায় আবার নষ্ট হয়ে যায়। উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.