নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সাধারণ সম্পাদক কে এম সবুজ, সাংবাদিক সাইদুল কবির রানা এবং সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য্যু।
বক্তারা বলেন, নির্মম নির্যাতনের মাধ্যমে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন বেড়েই চলেছে। সত্য সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর হামলা হয়, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।
তারা হুশিয়ারি দিয়ে বলেন, এসব হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ না হলে সাংবাদিকরা রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। পাশাপাশি সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.