কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র প্রদান ও স্বল্পসুদে ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোজাম্মেল হক জোয়ারদার ও সেক্রেটারি মাহমুদুল হাসান।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে প্রযুক্তি-সচেতন ও দক্ষ যুবসমাজ গড়ে তোলা জরুরি। এজন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি সহযোগিতা আরও জোরদার করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.