টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড পারপাসের উদ্যোগে দুই উদ্যোক্তাকে দুটি ভ্যান ও ত্রিশটি বালতি সরবরাহ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া কার্যালয়ে এ সরঞ্জাম হস্তান্তর করা হয়।
উদ্যোক্তা মুক্তা বেগম ও প্রণব কীর্তনীয়ার হাতে ভ্যান ও সরঞ্জাম তুলে দেন প্রকল্প কর্মকর্তা আনোয়ারা বেগম আরজু। এ সময় সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম রবি এবং নারী ঝুড়ি আউটলেট এসোসিয়েট মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
এই সহায়তার আওতায় মাছ ও মুরগির আমিষজাতীয় খাদ্য হিসেবে সোলজার ফ্লাই পোকা উৎপাদন ও বিপণনের জন্য ৫০ লিটার ধারণক্ষমতার ৩০টি বালতি প্রদান করা হয়েছে। ভ্যানের মাধ্যমে কাঁচামাল পরিবহন সহজ ও সাশ্রয়ী হবে বলে উদ্যোক্তারা জানান।
উদ্যোক্তা প্রণব কীর্তনীয়া বলেন, "আগে কাঁচামাল উপজেলা পর্যন্ত নিয়ে যাওয়ায় অনেক খরচ হত, ইউনাইটেড পারপাসের এই ভ্যান পেয়ে আমি কৃতজ্ঞ। এর মাধ্যমে কাঁচামাল সরাসরি উপজেলা সদরে সহজে নিয়ে আসতে পারব।"
অন্যদিকে উদ্যোক্তা মুক্তা বেগম বলেন, "এই সহায়তা আমাকে উৎসাহিত করেছে, আশা করি ভবিষ্যতে আরও বড় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে পারব। ভ্যানের মাধ্যমে পণ্য সহজেই উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে পৌঁছে দিতে পারব, যা আমার অনেক টাকা বাঁচাবে।"
ইউনাইটেড পারপাসের প্রকল্প কর্মকর্তা আনোয়ারা বেগম আরজু জানান, "আমিষজাতীয় পণ্য বিপণনের জন্য উদ্যোক্তাদের সহযোগিতা করাই আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে টুঙ্গিপাড়ার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম সম্প্রসারিত হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.