এ.কে. মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা পরিষদের হলরুমে এই লটারির আয়োজন করা হয়।
জানা গেছে, উপজেলার ২৬টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য যাচাই-বাছাই শেষে ৭৪ জন বৈধ প্রার্থীর মধ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এদের মধ্য থেকে ২৬ জনকে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।
লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা জেরিন এবং সঞ্চালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বি. এম. মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ দপ্তর, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, লটারির মাধ্যমে ডিলার নির্বাচন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পদ্ধতি। নির্বাচিতদের সৎভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.