বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রগতি নির্ভর যুবশক্তি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উদযাপন করা হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। সভাপতিত্ব ও শপথ বাক্য পাঠ করান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ. এইচ. এম. তৌহিদুল্লাহ, বিরামপুর থানার উপপরিদর্শক মোঃ দুলু মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, দক্ষতা, সৃজনশীলতা ও উদ্যমী মানসিকতা দিয়ে দেশের অগ্রযাত্রায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন নারীদের এমন সক্রিয় উপস্থিতিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুকুন্দপুর ইউনিয়নের ভবানীপুর মুন্সীপাড়া গ্রামের মোঃ আতিয়ার রহমানকে ইলেকট্রনিক ও হাউজ ওয়্যারিং ব্যবসা সম্প্রসারণের জন্য ৬০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়।
ঋণ পেয়ে উদ্যোক্তা মোঃ আতিয়ার রহমান বলেন, “এই ঋণ আমার ব্যবসা এগিয়ে নিতে সহায়ক হবে। সরকারের এই উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে উৎসাহিত করছে। আমি চেষ্টা করব এই অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে আমার ব্যবসা আরও বড় করতে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.