মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যমুনা হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও নাদির শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহমেদ, পল্লী কল্যাণ সংস্থার চেয়ারম্যান গোলাম জাকারিয়া আলম, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বাবলু, আদর্শ সমাজ প্রযুক্তি সেবা সংস্থার নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, বায়োগ্যাস প্রকল্প গ্রহণকারী আবু বক্কর সিদ্দিক, উদ্যোক্তা ফারিয়ার জান্নাত পাপিয়া ও আরজুমান আরা মুক্তা প্রমুখ।
এসময় মাদারগঞ্জ পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক ওবাইদুল্লাহ আল মাসুম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ১৪ জন যুবক-যুবতীর মাঝে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.