স্টাফ রিপোর্টার, চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস কালা (৪২) কে ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় চাঁদাবাজি, ছিনতাই, দলীয় শখলা ভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ড জড়িত থাকার অভিযাগে ওই ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখকে বাংলাদশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) রাত ১০ টায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে। আহত সাধারন সম্পাদক দেবাশীষ বিশ্বাস কালা শ্রীরামপুর গ্রামের দেবদাস বিশ্বাসের একমাত্র সন্তান। বহিস্কৃত সভাপতি রবিউল শেখ সাোনাখালী গ্রামর নুরল শেখের ছেলে। এঘটনায় দেবাশীষ বিশ্বাস থানায় একটি লিখিত অভিযাগ দায়ের করেছেন। এ ঘটনায় পরস্পরবিরাধী বক্তব্য পাওয়া গেছে।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু জানান, উপজলা বিএনপি’র সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসর অনুমতি সাপেক্ষ-দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি, ছিনতাই এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলাধীন চিতলমারী উপজলার ৫নং চিতলমারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখকে বাংলাদশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
চিতলমারী ৫নং সদর ইউনিয়নর ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখ তার বিরুদ্ধে আনীত সকল অভিযাগ অস্বীকার করেছেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, সোমবার (১১ আগস্ট) রাতে দেবাশীষ বিশ্বাস বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযাগ দায়ের করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.