এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তালা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা মহিলা উপ-পরিচালক নাজমুন নাহার। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মফিদুল হক, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা প্রেসক্লাব সভাপতি এম এ হাকিম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মামুন হাওলাদার প্রমুখ।
আলোচনা শেষে উদ্যোক্তাদের মাঝে ঋণ ও ক্রেস্ট বিতরণ করা হয়।