Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় যাত্রীবাহী বাসে ২ কোটি টাকার মা/দক উ/দ্ধার, চালক ও হেলপার আ/টক

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনায় যাত্রীবাহী একটি বাস থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের আইস (ক্রিস্টাল মেথ) নামক মাদক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) ডুমুরিয়া উপজেলার বাসস্ট্যান্ডে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-খুলনাগামী ঢাকা-মেট্রো-ব-১৫-৩১৬৩ নম্বর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতরে বিস্কুটের কাগজের কার্টনের মধ্যে রাখা অবস্থায় ২ কেজি পরিমাণ আইস মাদক উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের মধ্যে দুটি বড় ও পাঁচটি ছোট প্যাকেট ছিল।

এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন—সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার রমজান শেখের ছেলে বিল্লাল শেখ (৪০) এবং কালিগঞ্জ উপজেলার মৃত কালিপদ অধিকারীর ছেলে সুকুমার অধিকারী (৩৫)।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা নবধারাকে বলেন, ‘জব্দ হওয়া আইস দেখতে অনেকটা সাগু দানার মতো। যার বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা। বাসটি জব্দ করা হয়েছে এবং চালক-হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকাগামী ও খুলনাগামী যাত্রীবাহী বাসে মাঝেমধ্যেই মাদক পাচারের চেষ্টা করা হয়। এ ধরনের ঘটনায় আরও তদন্ত ও নজরদারির দাবি জানিয়েছেন তারা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।