রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনায় যাত্রীবাহী একটি বাস থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের আইস (ক্রিস্টাল মেথ) নামক মাদক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) ডুমুরিয়া উপজেলার বাসস্ট্যান্ডে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-খুলনাগামী ঢাকা-মেট্রো-ব-১৫-৩১৬৩ নম্বর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতরে বিস্কুটের কাগজের কার্টনের মধ্যে রাখা অবস্থায় ২ কেজি পরিমাণ আইস মাদক উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের মধ্যে দুটি বড় ও পাঁচটি ছোট প্যাকেট ছিল।
এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন—সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার রমজান শেখের ছেলে বিল্লাল শেখ (৪০) এবং কালিগঞ্জ উপজেলার মৃত কালিপদ অধিকারীর ছেলে সুকুমার অধিকারী (৩৫)।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা নবধারাকে বলেন, ‘জব্দ হওয়া আইস দেখতে অনেকটা সাগু দানার মতো। যার বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা। বাসটি জব্দ করা হয়েছে এবং চালক-হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।’
স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকাগামী ও খুলনাগামী যাত্রীবাহী বাসে মাঝেমধ্যেই মাদক পাচারের চেষ্টা করা হয়। এ ধরনের ঘটনায় আরও তদন্ত ও নজরদারির দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.