Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে বেড়িবাঁধের অ/বৈধ পাইপ অপসারণ শুরু

Link Copied!

আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা ) প্রতিনিধি

শ্যামনগর উপজেলার উপকূল রক্ষা বাঁধের ভেতরে বসানো অবৈধ পাইপ অপসারণ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসের সময় বারবার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা লবণ পানিতে প্লাবিত হওয়ায় জানমালের ব্যাপক ক্ষতি হয়।

এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্প্রতি জেলা প্রশাসকের নির্দেশে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইকিং করে তিনদিন সময় দিয়ে পাইপ অপসারণের নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসানো বেশ কিছু পাইপ অপসারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইমরান সরদার, উপ-সহকারী প্রকৌশলী মো. ফরিদুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যসহ অন্যান্য কর্মচারীরা।

উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার বলেন, এই পাইপগুলোর মাধ্যমে নদী থেকে লবণ পানি মৎস্য ঘেরে প্রবেশ করে। বিগত সময়ে এসব পাইপ লিকেজ হয়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের ঘটনা ঘটেছে। বর্তমান সরকার বেড়িবাঁধ থেকে সব অবৈধ পাইপ অপসারণে উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সাতক্ষীরা জেলায় নিয়মিত উচ্ছেদ কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নির্দেশনায় এবং প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ পাইপ অপসারণ করা হবে। তিনি স্থানীয় জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।