মো: সাদ্দাম হোসেন, সিলেট
গতকাল ১২ আগস্ট ২০২৫, সারাদেশে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, দিবসটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
প্রতি বছরের মতো এবারও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিনটির শুরুতে উপজেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষিত আত্মকর্মী যুবক-যুবতী এবং যুব সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
র্যালি শেষে উপজেলা মডেল মসজিদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব ফয়সাল মাহমুদ ফুয়াদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এবং গোলাপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জনাব জিন্নুন চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাইজভাগ সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি জনাব সুহেল আহমদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ ছদরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ সালাউদ্দিন ভূঁইয়া।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত ১৩টি যুব সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, প্রশিক্ষিত যুবক ও যুবনারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশিক্ষিত চারজন প্রকল্পধারী যুবক ও যুবনারীর মাঝে মোট দুই লক্ষ আশি হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবনারীদের মাঝে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।
সবশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.