যশোর প্রতিনিধি
আগামী ১ সেপ্টেম্বর থেকে যশোর জেলায় শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটির অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে ৭ লাখ ৭৬ হাজার ১৩১ জন ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েকে দেওয়া হবে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। এ তথ্য নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা।
তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানে ৫ লাখ ২৬ হাজার ৬২২ জন শিক্ষার্থী এবং কমিউনিটির মাধ্যমে ২ লাখ ৪৯ হাজার ৫০৯ জন শিশুকে এই টিকা দেওয়া হবে। পূর্বে এইচপিভি টিকায় নিবন্ধিত থাকলে নতুনভাবে রেজিস্ট্রেশন ছাড়াই প্রোগ্রামে লগইন করে টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করা যাবে।
উপজেলা ও পৌরসভা ভিত্তিক টিকাদান সংখ্যা নিম্নরূপ:
সদর উপজেলা: ১ লাখ ৬৭ হাজার ৪৪১ ডোজ (শিক্ষা প্রতিষ্ঠান ১ লাখ ১৩ হাজার ১৭৫, কমিউনিটি ৫৪ হাজার ২২৬)
যশোর পৌরসভা: ৪২ হাজার ৩৭ ডোজ (শিক্ষা প্রতিষ্ঠান ৩১ হাজার ৭৩৪, কমিউনিটি ১০ হাজার ৩০৩)
শার্শা: ৯৯ হাজার ৩১৮ ডোজ (শিক্ষা প্রতিষ্ঠান ৬৩ হাজার ৭৪০, কমিউনিটি ৩৫ হাজার ৫৭৮)
মনিরামপুর: ১ লাখ ১৫ হাজার ২৯০ ডোজ (শিক্ষা প্রতিষ্ঠান ৭৭ হাজার ১৭৫, কমিউনিটি ৩৮ হাজার ১১৫)
কেশবপুর: ৬৯ হাজার ৭৩৫ ডোজ (শিক্ষা প্রতিষ্ঠান ৪৬ হাজার ৫৪১, কমিউনিটি ২৩ হাজার ১৯৪)
ঝিকরগাছা: ৮৪ হাজার ৪২১ ডোজ (শিক্ষা প্রতিষ্ঠান ৫৭ হাজার ৬৭, কমিউনিটি ২৭ হাজার ৩৫৪)
চৌগাছা: ৬৩ হাজার ৭৬৬ ডোজ (শিক্ষা প্রতিষ্ঠান ৪৪ হাজার ৪৬৯, কমিউনিটি ১৯ হাজার ২৯৭)
বাঘারপাড়া: ৬৪ হাজার ৬৩৫ ডোজ (শিক্ষা প্রতিষ্ঠান ৪৪ হাজার ৩৯৫, কমিউনিটি ২০ হাজার ২৪০)
অভয়নগর: ৬৯ হাজার ৪৯৬ ডোজ (শিক্ষা প্রতিষ্ঠান ৪৮ হাজার ৩২৬, কমিউনিটি ২১ হাজার ১৬২)
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, টিকাদান কার্যক্রমে মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষার্থীদেরও সচেতন থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, কিছু কোম্পানি সরকারের এই উদ্যোগকে কেন্দ্র করে প্রলোভন দেখাতে পারে—কেউ যেন এতে প্রভাবিত না হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.