Nabadhara
ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের রূপগঞ্জে পূবালী ব্যাংকের নতুন উপ-শাখার উদ্বোধন

Link Copied!

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার , নড়াইল প্রতিনিধি

নড়াইল শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারের স্বর্ণপট্টিতে পূবালী ব্যাংকের ২৪২তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংক খুলনা অঞ্চল প্রধান ও উপ-ব্যবস্থাপক শেখ মোঃ সামছুদ্দোহা।

পূবালী ব্যাংক নড়াইল শাখার সহকারী ব্যবস্থাপক কে. এম. রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূবালী ব্যাংকের সেবা খাত ও কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক যশোর শাখার সহকারী মহাব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম, খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ফরিদ আহম্মেদ, রূপগঞ্জ উপ-শাখা প্রধান বিএম মাহফুজুর রহমান, ঠিকাদার ও ব্যবসায়ী হুমায়ুন কবীর, রেজাউল আলম, বিএম রফিকুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, ভালো গ্রাহক, কম খেলাপি ঋণ ও ব্যবস্থাপনা দক্ষতার কারণে দেশের ব্যাংক খাতে মুনাফায় শীর্ষে থাকা ব্যাংকগুলোর একটি হলো পূবালী ব্যাংক। নানা উদ্যোগ ও সুশাসনের মাধ্যমে ব্যাংকটিকে শীর্ষস্থানীয় ব্যাংকে পরিণত করা হয়েছে। গ্রাহকদের আকৃষ্ট করা ও সেবার মান আরও বৃদ্ধি করতে পূবালী ব্যাংকের স্টাফদের আরও বিনয়ী ও সেবার মান উন্নত করার অনুরোধ জানান তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, ঠিকাদারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।