হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদাহ, রামেডাঙ্গা ও নারানতলা গ্রামে প্রায় ২৫০টি পরিবার গত এক মাস ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা অতিরিক্ত পানির কারণে এসব এলাকায় প্রতি বছরই একই চিত্র দেখা দেয়।
বুধবার (১৩ আগস্ট) বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান। এ সময় তিনি পানিবন্দি পরিবারগুলোর খোঁজখবর নেন, তাদের সমস্যার কথা শোনেন এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
ইউএনও ডা. কাজী নাজিব হাসান বলেন, “এলাকার মানুষ প্রতিবছরই ভারতীয় উজানের পানির ঢলে দুর্ভোগ পোহাচ্ছে। এ সমস্যা নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডকে স্লুইসগেট ও বাঁধ নির্মাণের সুপারিশ জানানো হবে।”
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সহিদ আলী, উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, ইউনিয়ন সচিব নাজমুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পানিবন্দি থাকায় ঘরবাড়ি, ফসলি জমি ও হাঁস-মুরগির ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।