শারমিন সুলতানা,নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ই আগস্ট ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়দেরও রক্তের গ্রুপ পরীক্ষা করে সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মিনার হোসেন খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মেহেদী হাসান। নরসিংদী জেলা শাখার সভাপতি এম আর হাসান বিন জলিল ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধান অতিথি ছিলেন পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃআলম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল রৌশন জেনারেল প্রা. হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আফজাল হোসেন মানিক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুজ্জামান গাজী, জেলা শাখার সাধারণ সম্পাদক উম্মে হানী, উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও দি ডেন্টিস্ট পয়েন্ট-এর পরিচালক মোঃ কামাল হোসেন, উপজেলা শাখার সাবেক সভাপতি মাহবুব সিকদার এবং জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল ভূইয়া।
আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ মিনার হোসেন খান জানান, ভবিষ্যতে স্কুল-কলেজসহ সর্বত্র ব্লাড ডোনার তৈরি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.