Nabadhara
ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে দু/র্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Link Copied!

আনিস সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

বুধবার (১৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে শ্যামনগর অফিসার্স ক্লাবে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও রচনা প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যসহ পুরস্কার বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুন্দর জীবন গঠনের পরামর্শ দেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার নিষেধ করেন।

শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপসহকারী পরিচালক মোঃ মহসীন আলী, বিতর্ক প্রতিযোগিতার বিচারক ও উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, শ্যামনগর রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ কামরুজ্জামান, ওসিসি কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, মডারেটর ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিতর্ক প্রতিযোগিতার বিচারক উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, শ্যামনগর থানার এসআই বিপ্লব হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ কুমার বর্মন, সুপর্ণা কর্মকার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং রানার্সআপ হয় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনার পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এছাড়া বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ বিদ্যালয়, শ্রেষ্ঠ বক্তা এবং রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৫ জনকে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সনদ ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।