সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে সুরাইয়া সুলতানা (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া সুলতানা সদর উপজেলার গদাঘাটা গ্রামের নাঈম ইসলামের স্ত্রী। তার দুই বছরের এক পুত্র সন্তান রয়েছে, নাম আরিয়ান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে ভিজে কাপড় পরিহিত অবস্থায় ঘরের ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সুরাইয়া। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।