Nabadhara
ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অ/পরাধ পর্যালোচনা

এ.কে. মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

এ.কে. মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা বুধবার (১৩ আগস্ট) পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। সভাটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ।

সভায় পূর্ববর্তী সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। উপস্থিত পুলিশ সদস্যরা তাদের সমস্যা ও মতামত তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং দ্রুত সমাধানের নির্দেশনা দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শরিফুল হক, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো. আবদুল কাদেরসহ সব থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে জুলাই ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও অপরাধ দমনে নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সব থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।