আবিদ হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. উজ্জল হোসেনের খামার থেকে দুর্বৃত্তরা ৫টি গরু চুরি করে নিয়ে গেছে।
বুধবার (১৩ আগস্ট) ভোরে পৌরসভার নয়াকান্দি এলাকায় অবস্থিত জামেলা ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও খামারের কর্মচারীরা জানান, রাতের অন্ধকারে ১০-১৫ জনের একটি সশস্ত্র দল পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ফার্মে হানা দেয়। এ সময় তারা কর্মচারী লিটন, শ্যাম মিয়া ও মুকুলকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে একটি বড় পিকআপে করে প্রায় ১৫ লাখ টাকার পাঁচটি অস্ট্রেলিয়ান গরু নিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় স্থানীয়রা আতঙ্কে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
খামার মালিক উজ্জল হোসেন জানান, সদর উপজেলার বিভিন্ন খামারে আগেও এ ধরনের গরু চুরির ঘটনা ঘটেছে। যা খামারিদের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে। তিনি দ্রুত ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।