সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী নওগাঁর মান্দা উপজেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার মান্দা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আয়োজক ও সংবর্ধনাদাতা ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা বিএনপির অন্যতম সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার স্বপন, নওগাঁ জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদুল হক, মান্দা উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মহসিন আলী, বাংলাদেশ শিক্ষক সমিতির মান্দা উপজেলা শাখার আহ্বায়ক সদেরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সরদার, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিঞা এবং মান্দা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যাপক খালেনুর বেগমসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে ডা. ইকরামুল বারী টিপু কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং অভিভাবকদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.