প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২১, ২:৫৫ অপরাহ্ণ
আজ কলামিস্ট, সাংবাদিক,বাম রাজনীতির কর্ণধর কমরেড নির্মল সেনের ৮ তম মৃত্যুবার্ষিকী

সবিতা রায়, বিশেষ প্রতিনিধিঃ
১৯৩০ সালের ৩ আগস্ট কোটালিপাড়া দিঘীরপাড় গ্রামে জন্মগ্রহণ করেন এই মেধাবী বাম রাজনীতিবিদ। কলসকাঠি বি এম একাডেমী থেকে মেট্রিক পাশ,বরিশাল বি এম কলেজ থেকে এই,এস,সি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি, এ ও মাস্টার্স পাশ করেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলনে তিনি। লেখক হিসেবেও যথেষ্ট সুনাম ছিল তার। মানুষ সমাজ রাষ্ট্র, মা জন্মভূমি, বার্লিন থেকে মস্কো,স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই,আমার জীবনে ৭১ এর যুদ্ধ,আমার জবানবন্দী উল্লেখযোগ্য। দৈনিক আজাদ,দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। ১৯৫৬ সালে ইত্তেফাক পত্রিকার মাধ্যমে সাংবাদিক হিসেবে প্রথম আত্মপ্রকাশ ঘটে। রাজনৈতিক কারনে নির্মল সেনকে অনেক বার জেলে যেতে হয়েছে, তবুও তিনি দমে যাননি, জীবনের শেষ দিন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছেন।
২০১৩ সালের আজকের দিনে তিনি ৮৩ বছর বয়সে পরলোক গমন করেন।
বীর মুক্তিযোদ্ধা, বাম রাজনীতির পুরোধার প্রতি নবধারা পরিবারের বিনম্র শ্রদ্ধা ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.