মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুকের উদ্যোগে ধামরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জ্যোতি বিদ্যাপীঠ সংলগ্ন প্রায় ২ কিলোমিটার ড্রেন পরিষ্কার করা হয়েছে। গত তিন মাস ধরে চলা এই কাজের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা অনেকটাই কমে এসেছে। ভেঙে পড়া ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রায় তিন হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছিলেন।
এলাকাবাসীরা অভিযোগ করেন, জলাবদ্ধতার কারণে শিশুদের মধ্যে চর্মরোগসহ নানা পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। বারবার পৌর প্রশাসনকে জানানো হলেও কোনো সরকারি পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে ইশতিয়াক আহমেদ ফারুক বলেন,
আমরা পৌর প্রশাসনকে বিষয়টি জানিয়েছিলাম, কিন্তু তারা কোনো সহযোগিতা করেনি। তাই ব্যক্তিগত উদ্যোগে ড্রেনেজ পরিষ্কারের কাজ শুরু করি, যাতে অন্তত মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়।
পরিষ্কার অভিযানে অংশ নেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক আতাউর রহমান আতা, যুবদল নেতা রাজিব, মোহাম্মদ জসিম উদ্দিন (বাটা শ্রমিক ইউনিয়নের সম্পাদক), জাইদুর রহমান রিপন (মৎস্যজীবী নেতা)সহ স্থানীয় অনেক নেতাকর্মী।
এলাকাবাসীরা কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
ফারুক ভাইয়ের উদ্যোগে ড্রেনেজ পরিষ্কার হওয়ায় জলাবদ্ধতা অনেকটাই কমে গেছে। সরকারিভাবে কেউ না করলেও তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা খুব খুশি।

