চাঁদপুর জেলা প্রতিনিধি
চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি চাঁদপুর সদর উপজেলা শাখার আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুলতান মাহমুদ। তিনি বলেন, ছাত্র-জনতার সংগ্রামের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের উত্থান হতে পারবে না। এছাড়া তিনি সংখ্যাানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের গুরুত্ব এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবি তুলে ধরেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান এবং সেক্রেটারি কেএম ইয়াসিন রাসেদসানী।
চাঁদপুর সদর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নাছিরুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক কেএম মাসুদুর রহমান। সমাবেশে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোঃ আল আমিন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মোঃ হাবিবুর রহমান ও সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মোত্তালেব।
সমাবেশের পর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি রেলি বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিপনিবাগ দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

