আবিদ হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রউফুল মুন্সিকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানিকগঞ্জ জেলা শাখা।
শুক্রবার (১৫ আগস্ট) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন শান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
বহিষ্কৃত রউফুল মুন্সি সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের বাসিন্দা। তিনি রেজ্জাক মুন্সির ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ছাত্রদল সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীবের অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রউফুল মুন্সিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রদলের কোনো নেতাকর্মীর সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, রউফুল মুন্সির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানা অনিয়মের অভিযোগ ছিল। সর্বশেষ, একজন তরুণী তাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করলে সংগঠনের ভাবমূর্তি রক্ষায় জেলা ছাত্রদল কঠোর সিদ্ধান্ত নিয়ে তাকে বহিষ্কার করে।
দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.