সিফাত আহমেদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম আব্দুল্লাহপুর যুব সমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশ নেয় কুলিয়ারচরের গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন দল ও কটিয়াদি উপজেলার জালালপুর ইউনিয়ন দল। টানটান উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হয় জালালপুর ইউনিয়ন দল।
খেলা দেখতে দুই উপজেলার শতশত দর্শক ভিড় জমান। খেলাস্থল উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। শিশু থেকে বয়স্ক—সকল শ্রেণি-পেশার মানুষ প্রাণভরে খেলা উপভোগ করেন।
খেলা দেখতে আসা আব্দুল্লাহপুর গ্রামের যুবক রুমান খান বলেন, “এখনকার যুবসমাজ এভাবে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আয়োজন করছে, এটা সত্যিই অবিশ্বাস্য। মোবাইল-কম্পিউটারের যুগে গ্রামের মানুষ দূর-দূরান্ত থেকে এসে এমন খেলা উপভোগ করছে দেখে ভালো লাগছে।”
তিনি আরও বলেন, কিছুদিন আগে একই এলাকায় দ্বারিয়াবান্ধা খেলা অনুষ্ঠিত হয়েছিল, সেটিও ব্যাপক সাড়া ফেলেছিল। সামাজিক অবক্ষয় রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের বিনোদনমূলক আয়োজন অব্যাহত থাকা জরুরি।
আয়োজকরা জানান, ভবিষ্যতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.