আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মরহুম হারুণার রশিদ খান মুন্নুর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে দোয়া মাহফিল এবং ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে হরিরামপুর উপজেলার দিয়াপাড় পলাশ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুবদল নেতা শাকিল মোল্লার ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৩০০-র বেশি বিভিন্ন প্রজাতির ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
এ বিষয়ে যুবদল নেতা শাকিল মোল্লা জানান,হারুণার রশিদ খান মুন্নু একজন সফল রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও শিল্পপতি ছিলেন। আমি তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এসেছি। তিনি হরিরামপুরসহ পুরো মানিকগঞ্জের গর্ব। তিনি হরিরামপুরে শিক্ষা খাতে বড় পরিবর্তন এনেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পড়ালেখা করে আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। আজকের এই দিনে আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। সেইসাথে তাঁর কন্যা আফরোজা খান রিতার নেতৃত্বে হরিরামপুর যেন আবার উন্নয়নের আলোয় আলোকিত হয়।
তিনি আরও জানান, মুন্নু মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে হরিরামপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৫টি ভ্রাম্যমাণ লাইব্রেরি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি কলেজ এবং ১২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসব লাইব্রেরি স্থাপন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদার। এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ মণ্ডল, হরিরামপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান ভূঁইয়া, বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বাবু, চালা ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, ছাত্রদল নেতা তিতাস ভূঁইয়া এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়াও মুন্নু মিয়ার জীবনী নিয়ে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৩৩ সালের ১৭ আগস্ট মুন্নু মিয়া জন্মগ্রহণ করেন এবং ২০১৭ সালের ১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.