Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে বিশেষ অভিযান: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ১২  

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ১২ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার ও শনিবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় এবং পরে আদালতে চালান দেওয়া হয়।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, মনিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার মামলার পলাতক আসামি খেদাপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বেপারী এবং মনোহরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল মালেক গাজীকে গ্রেফতার করা হয়েছে।

 

এর পাশাপাশি, অন্য মামলার ওয়ারেন্টভূক্ত আসামি পৌরশহরের জয়নগর এলাকার ইব্রাহিম খলিল, মাহমুদকাটি গ্রামের সাখাওয়াত হোসেন, কুলটিয়া গ্রামের স্বপন রায় ও প্রানেশ রায়, তাজপুর গ্রামের রুহুল আমিন, এনায়েতপুর গ্রামের হুমায়ুন কবির, লক্ষনপুর গ্রামের আহাদ আলী, কদমবাড়ীয়া গ্রামের রবিউল ইসলাম এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ডুমুরখালি গ্রামের তুহিন হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

 

অভিযানে পুলিশ ৪০ পিচ ইয়াবাসহ তারিকুল ইসলাম নামে এক যুবককেও আটক করে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

 

থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, আটককৃতদের আদালতে চালান দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।