মো. শাফায়েত হোসেন, বান্দরবান
বান্দরবানে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে বান্দরবান স্টেডিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মেজর এমএম ইয়াসিন আজিজ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ রেজাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও ক্রীড়ামোদীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন,“বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্যে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেনাবাহিনী শুধু নিরাপত্তারক্ষী নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন এবং ক্রীড়া বিকাশে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতার গুণাবলি গড়ে তোলে, যা জাতি গঠনে অপরিহার্য।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সাঙ্গু ভয়েস ক্লাব বনাম পুরাতন চড়ুইপাড়া একাদশ। টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা শুরু হলেও প্রথমার্ধেই ১-০ গোল করে এগিয়ে যায় পুরাতন চড়ুইপাড়া একাদশ।
টুর্নামেন্টে বান্দরবান সদর উপজেলার ১০টি দল অংশগ্রহণ করছে। খেলা দেখতে স্টেডিয়ামে আশপাশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয় শত শত ক্রীড়াপ্রেমী দর্শক। তারা বিভিন্ন সময় দলকে উৎসাহ জানিয়ে স্টেডিয়াম মাতিয়ে রাখে।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট শুধু ক্রীড়ার মান উন্নয়নেই নয়, বরং পাহাড়ি জনপদের সম্প্রীতি, সামাজিক বন্ধন এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হয়ে উঠবে।