Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের সক্রিয় চোরাকারবারিরা, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মো. শাফায়েত হোসেন, বান্দরবান
আগস্ট ১৯, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মো. শাফায়েত হোসেন, বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠছে চোরাকারবারি চক্র। দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকা সীমান্তের আলোচিত সশস্ত্র চোরাকারবারি শাহিনুর রহমান ওরফে ডাকাত শাহিন গ্রেপ্তারের পর একে একে গ্রেপ্তার হচ্ছে তার নেতৃত্বাধীন সিন্ডিকেটের শাখা-উপশাখার সদস্যরা। এসব অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ এবং মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরু জব্দ করেছে যৌথ বাহিনী।

চলতি বছরের ৫ জুন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাত শাহিনকে ৩১টি গরু, একটি ছাগল ও অস্ত্রসহ আটক করা হয়। এরপর থেকেই চক্রটির চোরাচালান কার্যক্রম বন্ধ হয়ে যায়, এবং এতে ক্ষিপ্ত হয়ে সিন্ডিকেটটি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

সূত্র জানায়, শাহিনের অন্যতম সহযোগী এবং চক্রটির আর্থিক সমন্বয়ক নুরুল আবছার ডাকাত, যিনি একাধিক হত্যা ও চোরাচালানের মামলার আসামি, তিনি গোপনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার আবেদন করেছেন। এমনকি জব্দকৃত গরুগুলো নিজের দাবি করে ৬ বিজিবি সদস্য এবং অভিযান সংশ্লিষ্ট এক তথ্যদাতার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।

তবে মামলায় উল্লেখিত দুইজন সাক্ষী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা শাহিনের নির্দেশে ভয়ভীতি দেখিয়ে সাক্ষী হতে বাধ্য হয়েছেন। গ্রেপ্তারের দিনই জব্দ করা গরুগুলোর বিষয়ে তাদের কাছে স্পষ্ট তথ্য রয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর একটি গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, চলতি আগস্ট মাসের ১ তারিখ থেকে ফের সক্রিয় হয়ে উঠেছে তালিকাভুক্ত ২২ জন চোরাকারবারি। আবারও সীমান্ত দিয়ে প্রবেশ করছে গবাদিপশু। শাহিন ডাকাত জেল থেকে বসেই আবছার ডাকাতসহ নতুন করে চক্রটি সংগঠিত করে সীমান্ত নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে অবসরপ্রাপ্ত মেজর এমাদাদুল হক বলেন, “চোরাচালান বন্ধ হলে সিন্ডিকেট অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কে ফেলতে চায়। এতে অনেক অফিসার নিরুৎসাহিত হয়ে পড়েন, যার সুযোগ নেয় অসাধু গোষ্ঠী।” তিনি সীমান্তে কঠোর নজরদারি বজায় রেখে সশস্ত্র চোরাকারবারিদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের ষড়যন্ত্রের কাছে মাথানত না করে সীমান্তে চোরাচালান প্রতিরোধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।