মাসুদ রানা, চাঁদপুর
নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালির পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম। তিনি বলেন, বিএনপি লড়াই সংগ্রাম ও আন্দোলনে অব্যাহত রয়েছে। দীর্ঘ ১৭-১৮ বছর ধরে বিএনপি নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার হলেও এখনও রাজপথ ছাড়েনি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের জন্য দলের সংগ্রাম চলমান রয়েছে।
অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি ক্ষমতায় আসেনি, তাই দলের সম্মান রক্ষায় ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন অবস্থাতেই চাঁদাবাজি বা অন্যায় কাজ করা যাবে না। যারা ষড়যন্ত্র করে বা পিআর চায় তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে এবং দলীয় ঐক্য বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে ধানের শীষের প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে। বিশেষ করে চাঁদপুর সদর আসনে দলের ত্যাগী ও নির্যাতিত নেতা শেখ ফরিদ আহমেদ মানিককে এমপি করার লক্ষ্যে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দিতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাসুদ মাঝির সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুল আরেফিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহবায়ক সামছুল আলম সূর্যসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. সেলিমুছ সালাম, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট হারুন অর রশিদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহজালাল মিশন ও জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ উপস্থিত ছিলেন।

