জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল পৌরসভা চত্বরে এসে মিলিত হয়। সেখান থেকে এক বিশাল র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ সেলিম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এএসএম কামরুজ্জামান কামরুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দোলন, জেলা যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সুমন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহ উদ্দিন।
বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবক দল দেশের মানুষের অধিকার রক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি আমাদের ঐক্য ও আন্দোলনের প্রতীক।”

